মোবাইল Hotspot এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস
মোবাইল Hotspot ব্যবহার বলতে, আমরা সাধারণত জানি এক মোবাইল থেকে আরেক মোবাইলে হটস্পট এর মাধ্যমে ডাটা বা এমবি শেয়ার করা। কিন্তু আপনি জানলে অবাক হবেন মোবাইল Hotspot এর আরো অনেক গুরুত্বপূর্ণ সেটিং আছে, যা আমরা অনেকেই জানিনা। এখন আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ Hotspot এর সেটিং শেয়ার করব।
কিভাবে মোবাইল Hotspot শেয়ার করবেন
প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যান। এখানে পোর্টেবল হটস্পট নামে একটি অপশন আছে। এই অপশনটি আপনি অন করে দিলেই আপনার মোবাইল ডাটা শেয়ারের জন্য প্রস্তুত হয়ে যাবে। এভাবেই আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে হটস্পট ব্যবহার করে থাকি।
এখন দেখুন মোবাইল Hotspot এর আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিং
আপনি Set up portable hotspot এর উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন কিছু অপশন চালু হয়ে যাবে। সেখান থেকে আপনি মোবাইল Hotspot এর আরো গুরুত্বপূর্ণ সেটিং গুলো সহজেই করে নিতে পারবেন।
Limit of connected devices এখান থেকে আপনি আপনার চাহিদা মত ডিভাইস কানেক্ট করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এক বা একাধিক ডিভাইস সিলেক্ট করতে পারবেন। আপনি যতগুলো ডিভাইস সিলেক্ট করবেন, ঠিক ততগুলো ডিভাইস কানেক্ট হবে, তার বেশি কানেক্ট হবে না।
Blocklist এই অপশনটিতে ক্লিক করলে, আপনি আপনার ইচ্ছামত যে কোন সেটকে ব্লক লিস্টে রেখে দিতে পারবেন। ব্লক লিস্টে রাখা সেট কখনো আপনার ডিভাইসের সাথে কানেক্ট হতে পারবেনা। আপনি ইচ্ছে করলে তা আবার খুলেও দিতে পারবেন।
ওয়ান টাইম ডাটা লিমিট এখান থেকে আপনি যেকোনো সেট কে ডাটা লিমিট করে দিতে পারবেন। আপনি যত এম বি লিমিট করে দিবেন তত এমবি ব্যবহারের পরে তা ডিসকানেক্ট হয়ে যাবে।
নেটওয়ার্ক নেইম এবং পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার মোবাইল Hotspot এর নাম পরিবর্তন করে নিতে পারবেন। এবং আপনার মোবাইল Hotspot এর পাসওয়ার্ড, আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন।
0 মন্তব্যসমূহ