ককপিট রিটেইল-এর মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার দৈনন্দিন বিক্রয় কাজকে আরো সহজ করে তুলবে। নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যাবে এবং ব্যাবসার সকল তথ্য তার হাতের মুঠোয় থাকবে।
ককপিট রিটেইল অ্যাপ কি?
গ্রামীণফোনের Cockpit retail app এর মাধ্যমে একজন বিক্রেতা তার দৈনন্দিন কাজকে আরো সহজে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। Cockpit retail app গ্রামীণফোনের এমন একটি এন্ড্রয়েড apk যা আপনি মোবাইলে ইন্সটল করে অনলাইন অ্যাপের মাধ্যমে খুব সহজেই রিটেইলার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। গ্রামীণফোনের ককপিট রিটেইল অ্যাপটি ব্যবহার করতে, গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন। আপনি গ্রামীণফোনের একজন বিক্রেতা হলে গুগল প্লে স্টোরে ককপিট রিটেইলার অ্যাপ লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ককপিট রিটেইল অ্যাপ এর কাজ:-
ককপিট রিটেইল অ্যাপের সুবিধা অনেক। এই অ্যাপ দিয়ে আপনি গ্রামীণফোনের সিম বিক্রয় করতে পারবেন। গ্রামীণফোনের মিনিট, এম বি ও বান্ডেল প্যাকেজ বিক্রয়ে Cockpit retail app আপনার কাজ অধিকতর সহজ করে দিবে। এসব প্যাকেজ ককপিট রিটেইল অ্যাপের মাধ্যমে বিক্রি করলে আপনার অনেক সময় বেঁচে যাবে, যা আপনার ব্যবসাকে আরো গতিময় করে তুলবে।
আরো পড়ুন
বিকাশে সেন্ড মানি করুন সম্পূর্ণ ফ্রি
কিভাবে ককপিট রিটেইল অ্যাপ ব্যবহার করতে হয়:-
Cockpit retail app টি ইনস্টল হয়ে গেলে আপনি আপনার গ্রামীণফোন ফ্লেক্সিলোডের সিম এর সাথে অ্যাপটি কানেক্ট করুন। ককপিট রিটেইলার অ্যাপে ফ্লেক্সিলোডের সিমের নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে এটি সংযুক্ত করুন। তারপর একটি নতুন পাসওয়ার্ড দিয়ে ককপিট রিটেইল অ্যাপটি সক্রিয় করুন। তাহলে আপনি ককপিট রিটেইল অ্যাপটির মাধ্যমে গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের সিমের যাবতীয় কাজ খুব সহজে করে নিতে পারবেন।
ককপিট রিটেইল অ্যাপ এর সুবিধা:-
- Cockpit retail app দিয়ে আপনি সিম বিক্রয় থেকে শুরু করে মিনিট অফার, এমবি অফার ও বান্ডেল অফার বিক্রি করতে পারবেন।
- ককপিট রিটেইল অ্যাপ দিয়ে কলরেট প্যাকেজ ও ফ্লেক্সিলোড করতে পারবেন।
- এই অ্যাপের সাহায্যে পূর্ববর্তী লেনদেনের স্টেটমেন্ট দেখতে পারবেন।
- একই সাথে একাধিক নাম্বারে ফ্লেক্সিলোড করতে পারবেন।
- ককপিট রিটেইল অ্যাপ দিয়ে সারাদিনের কমিশন কত হল দেখে নিতে পারবেন।
- এই অ্যাপ ব্যবহার করলে এক ক্লিকই ব্যালেন্স দেখে নিতে পারবেন।
- ককপিট রিটেইল অ্যাপের মাধ্যমে ফ্লেক্সিলোডের পাশাপাশি ক্যাম্পেইন চালু করে বাড়তি টাকা উপার্জন করতে পারবেন।
0 মন্তব্যসমূহ