কিভাবে গোল কাঠের হিসাব বের করতে হয়।
গোল কাঠের হিসাব পরিমাপের সময় প্রস্থ ও উচ্চতা না থাকায় সাইজের কাঠের হিসাবের মতো সহজে হিসাব বের করা যায় না। একটি মাত্র সূত্র জানা থাকলে আপনিও সহজে গোল কাঠের হিসাব বের করে নিতে পারবেন।
![]() |
গোল কাঠের হিসাব |
গোল কাঠের হিসাব বের করার উপায়
প্রথমেই আপনি গাছের দৈর্ঘ্য মাপ দিয়ে দেখে নিন। তারপর প্রস্থ ও উচ্চতা না থাকায় আপনাকে গাছের বেড় পরিমাপ করে নিতে হবে। বেড় মাপের সময় যেহেতু গাছ গোড়া এবং আগা একই সমান নয় তাই আপনাকে গাছের মাঝামাঝি মেপে নিতে হবে। অথবা আপনাকে গাছের গোড়া, আগা ও মাঝে তিনবার মাপ দিয়ে যোগ করে, তিন দিয়ে ভাগ করে, গড় বেড় পরিমাপ করে নিতে হবে। তারপর নিম্নে আমার দেয়া সূত্র অনুসারে বেড় এবং লম্বা দিয়ে কত ফুট কাঠ আছে তা বের করে নিতে পারবেন।
গোল কাঠের হিসাব পরিমাপের সূত্র
{(বেড় * বেড়) ফুট * (লম্বা) ফুট}÷১৬
0 মন্তব্যসমূহ