Header Ads Widget

Responsive Advertisement

দূর থেকে অন্য ডিভাইসে ফেসবুক লগ আউট করে দিন

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে শীর্ষস্থানে অবস্থান করছে। ফেসবুকের সাথে পরিচিতি আমাদের সবার আছে। তথ্য আদান-প্রদান সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজে আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। তাছাড়া অবসর সময় কাটাতেও আমরা ফেসবুক লগইন করি। 



তাই হ্যাকাররা আমাদের তথ্য সংগ্রহের জন্য ফেসবুকের আইডি হ্যাক করার প্রচেষ্টা সর্বদাই চালিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত সর্বদাই সিকিউরিটি সম্পন্ন ফেসবুক আইডি ব্যবহার করা। কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারে আমাদের ফেসবুক আইডি লগইন করে থাকি। অথচ কাজ শেষে ফেসবুক আইডি লগ আউট করতে ভুলে যাই। তখন যার ডিভাইস সে পরে আমার আইডি ব্যবহার করতে পারে। 

আপনারও যদি এরকম হয়ে থাকে তবে দুশ্চিন্তা করার কোন দরকার নেই। এখন আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে অন্য ডিভাইসে লগইন করা ফেসবুক আইডি আপনি দূর থেকেই লগ আউট করে দিবেন।



দূর থেকে ফেসবুক আইডির লগ আউট করা


প্রথমে আপনি আপনার ডিভাইসে ফেসবুক লগইন করুন। তারপর সেটিং অপশনে যান। Password and security অপশনের টাচ করুন। Where you're logged in অপশনটি খুঁজে বের করে টাচ করুন। তারপর আপনার ডিভাইসটি রেখে বাকি ডিভাইস গুলো লগ আউট করে দিন।



 











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ