Header Ads Widget

শীর্ষ স্থানীয় ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ

শীর্ষ স্থানীয় ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ

বিকাশ


Bkash হচ্ছে বাংলাদেশে শীর্ষস্থান অধিকারী একটি ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। বিকাশের মাধ্যমে আপনি সহজে ও দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন। এটি ব্রাক ব্যাংকের একটি মোবাইল ফিনান্সির সার্ভিস। গ্রাহকরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিকাশের সদস্য হয়ে *247# অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে নগদ অর্থ জমা করা, উত্তোলন করা, টাকা পাঠানো, রেমিটেন্স, মোবাইল রিচার্জ, বিল প্রদান করা ইত্যাদি কাজ ঘরে বসে নিজেই করে নিতে পারবেন।

কিভাবে বিকাশ ব্যবহার করবেন

বিকাশের সেবা পেতে আপনার একটি মোবাইল হ্যান্ডসেটের প্রয়োজন। যে কোন অপারেটরের সিম ব্যবহার করে আপনি Bkash ব্যবহার করতে পারবেন। তার আগে আপনার আইডি কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে বিকাশ ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি বিকাশ ইউএসএস ডি (USSD) অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করে দ্রুত গতিতে টাকা লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

USSD এবং বিকাশ অ্যাপের মধ্যে পার্থক্য

ইউ এস এস ডি হচ্ছে ম্যানুয়ালি Bkash ব্যবহার করা অর্থাৎ আপনি *247# ডায়াল করে বিকাশ মেনুতে প্রবেশ করবেন। তারপর কাঙ্ক্ষিত অপশনটি বাছাই করে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আর বিকাশ অ্যাপ হচ্ছে ডিজিটাল অনলাইনের মাধ্যমে লেনদেন করার প্রক্রিয়া। আপনি ডাটা ব্যবহার করে এই অ্যাপের মাধ্যমে অনেক সহজে বিকাশের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন।

বিকাশে টাকা জমা করা

আপনার বিকাশ একাউন্টে আপনি যেকোন সময় টাকা জমা করতে পারবেন। তার জন্য আপনাকে Bkash এজেন্টের মাধ্যমে cash in করতে হবে।

বিকাশের টাকা উত্তোলন করা

আপনার বিকাশ একাউন্টের টাকা যে কোন সময় Bkash এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

বিকাশের টাকা পাঠানো

আপনি সেন্ড মানি করে আপনার Bkash একাউন্টের টাকা আরেকজনের পার্সোনাল বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ